
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় দ্রুতগামী যাত্রীবাহী বাসচাপায় পথচারী শিশু ও বৃদ্ধা নিহত হয়েছেন। সম্পর্কে তারা একে অপরের দাদী ও নাতি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দক্ষিণ সুরমাস্থ পারাইর চক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, রাহাত (৭) ও বিবিজান (৬৫)।
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাহাবুল ইসলাম জানান, সন্ধ্যার পরপরই সিলেটের কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল এলাকায় রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস রাহাত ও বিবিজানকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশু রাহাত নিহত হন। এদিকে দাদী বিবিজানকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর পথে তিনি মারা যান।
এদিকে বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হলেও এটির চালক পলাতক রয়েছে জানিয়ে তিনি বলেন, বাসচালককে গ্রেপ্তারে মোগলাবাজার থানা পুলিশ চেষ্টা চালাচ্ছে।