* তেলবাজ * ফয়জুন্নেসা জেসমিন

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০

*তেলবাজ *    ফয়জুন্নেসা জেসমিন

মুখে মধু , অন্তরে বিষ- এই হচ্ছে তেলবাজ,
হাতের দলাইমলাই, মেকি হাসি -যেন রংবাজ।
উর্ধ্বতনের মন পাওয়ার চেষ্টা তার প্রাণান্ত,
চাওয়ার অধিক পেয়ে ও সে হয় না ক্ষান্ত।
হঠাৎ আরেক ঝানু মোসাহেবের আগমন ঘটল,
স্বীয় অবস্থান টলমলের ভয় তাকে পেয়ে বসল।
সাফল্যের পথে অন্তরায় – এ কোন্ বিপত্তি,
ভেবে ভেবে ক্লান্ত – শান্তি নেই তার একরত্তি।
হলো দ্বারস্থ বিশ্বস্ত বন্ধুর সহসা,
তেলবাজি, চাটুকারিতায় হতেই হবে তাকে খাসা।
বন্ধু বলে, তার তেলবাজির ধরণ নাকি সেকেলে,
নেট দুনিয়ায় দক্ষ হয়ে তাকে হতে হবে একেলে।
চলন – বলন কে করতে হবে আপডেট,
নব প্রচেষ্টায় উজ্জীবিত সে – বাড়াতে তার রেট।
একদিন এক তেলখোরের বিরহ স্ট্যাটাসে
লাইক দিয়ে করলো ভুল,
পা ধরে ক্ষমা চেয়ে প্রকাশ্যে
দিতে হলো তাকে ভুলের মাশুল।
তবুও থামে না সে – ভুল থেকেই নেয় শিক্ষা,
গ্রহন করে চাটুকারিতার নব কৌশলের দীক্ষা।
আজকের এ অবস্থান করতে অর্জন,
চক্ষু লজ্জা, ন্যায় অন্যায়বোধ দিয়েছে বিসর্জন।
ভয় কিসের তার,
আছে তার টাকা কাড়ি কাড়ি,
উপরের হাত – আছে তার সাথ,
সময়মতো দেবে বিদেশ পাড়ি।
দেশ রসাতলে যাচ্ছে’ বলে যারা চিল্লায়,
তাদেরকে দমানোর আছে অনেক উপায়।
অফুরন্ত সম্পদের থেকে কিছু করবে দান,
গড়বে দ্বীনি প্রতিষ্ঠান, বাড়াবে নিজের মান।
হবে কিছু অসহায়ের দুঃখ মোচন,
হয়তো পাপ ও হবে কিছুটা ঘোচন।
এমন স্বপ্নে বিভোর- সে এক তেলবাজ,
শোষিতদের লুট করা মালের লুটেরা রংবাজ।
চাচা আপন প্রাণ বাঁচা’ নীতি তার,
সময় এসেছে আজ লুটেরাদের সনাক্ত করার।
দেশ ও দশের শত্রু তারা,
চিহ্নিত করতে হবে – এদের পৃষ্ঠপোষক কারা?
ছিনিয়ে নিতে হবে অবৈধ যত অর্জন,
করতে হবে লুটেরাদেরকে সম্মিলিত বর্জন।
তেলবাজদের হটিয়ে
দেশকে নিতে হবে এগিয়ে,
তুলতে হবে দেশপ্রেমিক সব প্রাণ কে
নব উদ্যমে জাগিয়ে।

প্রভাষক, অর্থনীতি বিভাগ।


Categories