তিতাসের কর্মকর্তাদের বিতরণ এলাকা পরিদর্শন ও বৃক্ষ রোপন

স্টাফ রিপোর্টারঃ তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আল মামুন, মহাব্যবস্থাপক ( পরিকল্পনা ও উন্নয়ন) আব্দুল ওহাব তালুকদার এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রির সহকারি একান্ত সচিব ম ই মামুন পানগাও হতে বিসিক শিল্প এলাকার ২০-১৫০ পিএসআইজি বিতরন লাইনের জন্যে এলাকা পরিদর্শন করেন।
শনিবার(৫ সেম্টেম্বর) দুপুরে পরিদর্শন শেষে কর্মকর্তাগণ তিতাস গ্যাস জোন ৫ এর জিনজিরা অফিস পরিদর্শন করেন। এসময় কর্মকর্তাগণ অফিস প্রাঙ্গনে বনজ ও ফলজ গাছের চারা রোপন করেন। অফিসের কার্যক্রমে কর্মকর্তাগণ সন্তোষ প্রকাশ করেন এবং আগামির কর্মপরিকল্পনা বাস্তবায়নে সঠিকভাবে কাজ করে যাবার আহবান জানান।
অফিস পরিদর্শনকালে তিতাস গ্যাস জিনজিরা অফিস ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট গীতিকার ও সুরকার শেখ শাহ আলম ও অফিসের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।