তাহিরপুরে নদীতে পোনা মাছ অবমুক্ত

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০
জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ।

সুনামগঞ্জের তাহিরপুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে ।বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তাহিরপুর থানা সম্মূখে বৌলাই নদীতে ২শ ২৪ কেজি রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ  ও সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ইকবাল হোসেন।  

তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে ৩০৮ কেজি পোনা মাছের মধ্যে ২২৪ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বাকী ৮৪ কেজি পোনামাছ শুক্রবার অবমুক্ত করা হবে।


Categories