তাহিরপুরের টাংগুয়ার হাওরে ভ্রমণে আসা পর্যটকদের জরিমানা।

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২১
সুনামগঞ্জ প্রতিনিধি::

তাহিরপুরের টাংগুয়ার হাওরে ভ্রমণে আসা পর্যটকদের জরিমানা।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট খ্যাত টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে আসা পর্যটকদের জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন ৮ জন পর্যটককে নিষেধাজ্ঞা অমান্য করে ভ্রমনে আসায় মোট ১১ হাজার টাকা জড়িমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে তাহিরপুর উপজেলার সকল পর্যটন স্পট গুলোতে পর্যটকদের পরিবহনকারী নৌকা ও পর্যটক আসা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নির্দেশনা অমান্য করায় ৮ পর্যটককে জড়িমানা করা হয়েছে।

Categories