“তালিকাটি আরও লম্বা করে কুয়েতের বাণিজ্যিক ফ্লাইট বাংলাদেশসহ ৩১ দেশের সঙ্গে বন্ধ করেছে”

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২০

তালিকাটি আরও লম্বা করে কুয়েতের বাণিজ্যিক ফ্লাইট বাংলাদেশসহ ৩১ দেশের সঙ্গে বন্ধ করেছে।

কুয়েতের পক্ষ থেকে করোনাভাইরাসের ঝুঁকির কারণ দেখিয়ে বাংলাদেশসহ ৭টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ১ আগস্ট বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালুর আগেই। শনিবার মধ্যপ্রাচ্য বিষয়ক ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, তালিকাটি আরও লম্বা করা হয়েছে।  ৩১ দেশের ওপর ওই ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে কুয়েতি কর্তৃপক্ষ।

নিষেধাজ্ঞার আওতায় থাকা পূর্বের সাতটি দেশ ছিলো- বাংলাদেশ, ফিলিপাইনস, ভারত, শ্রীলংকা, পাকিস্তান, ইরান ও নেপাল। শুক্রবার কুয়েতের সিভিল অ্যাভিয়েশনের মহাপরিচালকের তরফ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, তালিকাটি বিস্তৃত করে ৩১ দেশের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন তালিকায় নিষেধাজ্ঞার আওতায় পড়া অন্য দেশগুলো হলো- চীন, ব্রাজিল, কলম্বিয়া, আর্মেনিয়া, সিরিয়া, স্পেন, সিঙ্গাপুর, বসনিয়া এন্ড হার্জেগোভনিয়া, মেক্সিকো, ইন্দোনেশিয়া, চিলি, মিসর, লেবানন, হংকং, ইতালি, উত্তর মেসিডোনিয়া, মলদোভা, পানামা, পেরু, সার্বিয়া, মন্টিনেগ্রো, ডমিনিকান রিপাবলিক এবং কসোভো।


Categories