ফল ব্যবসায়ী তারেক হত্যাকারী জাকিরের ফাঁসির দাবিতে মানবন্ধন

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০

গতকাল ৩১ অাগস্ট  সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খাঁটিখাতা বিশ্বরোডের ফল ব্যবসায়ী তারেককে হত্যার প্রতিবাদে  ও খুনি জাকিরের ফাঁসির দাবীতে স্হানীয় এলাকাবাসী আজ দুপুরের বিশ্বরোড মোড়ে এক বিশাল মানববন্ধন  করেছে।

মানববন্ধন থেকে স্হানীয় জনগণ প্রশাসনের কাছে এক দফা দাবী  রাখেন যে, অবিলম্বে জাকির ও তার অনুসারীদের গ্রেফতারপূর্বক ফাঁসি নিশ্চিত করতে হবে।

মানবন্ধনে অংশগ্রহনকারী অাশরাফুল ইসলাম বলেন,  একটি ছোট ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এমন নিষ্ঠুর ঘটনা যে ঘটাতে পারে তাকে ফাঁসি দিতেই হবে।

উল্লেখ্য গত সন্ধ্যায় ফল বিক্রয়কে কেন্দ্র করে,  ক্রেতাকে দোকানে টানতে পাশের দোকানির কম দাম চাওয়াকে কেন্দ্র করে দুই দোকানির কথা-কাটাকাটি হয়। তার কিছুক্ষণ পর জাকিরের পক্ষের লোকজন হামলা চালায় কিশোর তারেকের দোকানে এবং প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী জাকিরের ছুরিকাঘাতে  কিশোর ফল ব্যবসায়ী তারেক (১৬) নিহত হয়।

নিহত ফল ব্যবসায়ী তারেক হোসেন  সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর এলাকার আবদুস সোবহান মিয়ার ছেলে।

 


Categories