
এম. ইউছুফ | চট্টগ্রাম ||
চট্টগ্রাম নগরীতে চা পান করিয়ে অটোরিকশা লুট, করে নেওয়ার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এসময় তাদের কাছ থেকে ৩টি ছোরা, ৫৮টি চেতনানাশক বড়ি, ৫টি ঝান্ডু বামের কৌটা ইত্যাদি জব্দ করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে নগর পুলিশের দক্ষিণ জোনের উপকমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আব্দুর রউফ এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- আবু তাহের রকি (৩০), মোঃ সিরাজ (৫৫), মোঃ মোজাম্মল হক রাসেল (২৮), কাজী নজরুল ইসলাম ওরফে ফয়সাল (৩০), মোঃ আজিজুল হক (৪৫), মোঃ রাশেদ ওরফে সোহেল (২৮)।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গত ২০ জুলাই সন্ধ্যায় সার্সন রোড মাউন্ড হাসপাতালের সামনে চালককে চা পান করিয়ে অজ্ঞান করে একটি সিএনজি অটোরিকশা লুট করা হয়। এ ঘটনা তদন্তে নেমে সোমবার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গত ২০ জুলাই সার্সন রোড থেকে সিএনজি অটোরিকশাটি ছিনতাই করার ঘটনা স্বীকার করেছে বলে জানান তিনি।