
প্রদীপ কুমার সাহা, মুন্সিগঞ্জ :
ঢাকা মাওয়া মহাসড়কের উমপাড়ায় গতকাল শুক্রবার দুপুর ২টায় একমোটরসাইকেল দুর্ঘটনা ঘটে । এতে মো: আনিক শেখ নামে এক ছাত্রের মৃত্যু হয় । নিহতছাত্রের বয়স ২০ বছর । তিনি ইষ্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়ে বিবিএ প্রথম বর্ষের ছাত্র ছিল ।ঘটনার প্রত্যক্ষদর্শী জানায়, ঢাকা থেকে মামার বাড়ি কামারখোলা আসার পথে ষোলঘরেরউমপাড়ায় এসে এ দুর্ঘটনা ঘটে । ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মাঝে অবস্থিত স্টিলের র্যালিংয়ের সাথে সজোড়ে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । নিহত ছাত্রের পারিবারিক সূত্র জানায়, দুই ভাই এক বোনের মধ্যে অনিক ছিল দ্বিতীয় । অনিকের বাবা পেশায় একজন ব্যবসায়ী । অনিকের গ্রামের বাড়ি শ্রীনগরের কুকুটিয়া এলাকায় হলেও সে পরিবারের সাথে গাজীপুরে বসবাস করতো । অনিকের লাশ পরিবারের কাছে হস্তান্তরের পর গতকাল সন্ধ্যায় মামার বাড়ি এলাকার পূর্ব কামাখোলা কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে ।