
নুরুল কবির আরমান, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলা সদরে এক বাড়িতে ডাকাতি এবং বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ২৪ঘন্টার মধ্যে ৭আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ (২৭সেপ্টেম্বর) রবিবার সকাল ১০টায় পুলিশ সুপার’র সম্মেলন কক্ষে এ বিষয়ে সংবাদ সম্মলেন করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ। এসময় চট্টগ্রাম ডিআইজি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
জেলা শহরের গোলাবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বলপাইয়া আদাম এলাকায় গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে গত বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক অসুস্থ্য বিন্দু লাল চাকমার অভিযোগ, সবাই যখন ঘুমন্ত অবস্থায়, তখন দরজা ভেঙে ডাকাত সদস্যরা বাড়িতে প্রবেশ করে সবার হাত-পা বেঁধে ফেলে এবং বাড়িতে লুটপাট শুরু করে।বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে পাশের রুমে হাত-পা ও মুখ ওড়না দিয়ে বেঁধে রেখে পালাক্রমে ধর্ষণ করে।
ঘটনাটি ২৩ সেপ্টেম্বর রাত আড়াইটা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে। ডাকাতরা মূল্যবান জিনিস পত্র লুট ও ধর্ষণে ব্যস্ত ছিল। এসময় তারা কানের দুল, আংটি, গোলার চেইন, বিদেশী একটি ক্যামেরা, নগদ ৮০০০/-টাকা সহ স্বর্ণালংকার, মোবাইল ফোন সেট নিয়ে যায়।