
ঠিকানা বিহীন মন
নূরুল ইসলাম
মনটি তোমার আছে কোথায় বলো সত্য করে,
তোমার মনের ঠিকানা খুঁজি সারা জীবন ধরে।
অচিন কেন তোমার মন জগৎ সংসার মাঝে,
তোমার মনের ঠিকানা খুঁজি সকাল- বিকেল- সাঁঝে।
মনের ঠিকানা বলো তুমি আমায় সত্য করে ,
সেই ঠিকানা না দিলে হয়তো যাব মরে।
এই মুহূর্তে মরণ যদি আমার তুমি চাও,
ছলনা করে মনের ঠিকানা,
নাই তবে দাও ।
ঠিকানা বিহীন মনটা তোমার রেখেছো কোথায় লুকে,
খুঁজে না পেয়ে ঠিকানা তার,
মরছি ধুকে ধুকে।
মনটি তোমার অচিন পাখি আছে অচিন পুরে,
পুরুষ জাতি খোঁজে তারে,
সারা জীবন ধরে।
তবুও তারা পায়না খুঁজে মনের আসল ঠিকানা ,
ঠিকানা বিহীন মন দিয়ে,
তুমি করছো ছলনা।