
আবু সামা-টাঙ্গাইলঃ
টাঙ্গাইলে যুবলীগ নেতার ওপর হামলার প্রতিবাদ।
টাঙ্গাইল জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিটনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা যুবলীগের নেতারা। এ সময় হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি জানান তারা।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়। এ সময় আগামী সাত দিনের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
বক্তারা বলেন, ‘টাঙ্গাইল শহরে দীর্ঘদিন যাবৎ শৃঙ্খলা বিরাজ করছিল। হঠাৎ করে যুবলীগের নেতার ওপর সন্ত্রাসী হামলা মেনে নেওয়া যায় না। হামলার ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি।’
মানববন্ধনে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, সহসভাপতি মাসুদ পারভেছ, সদর থানা যুবলীগের সভাপতি আবু সাঈম তালুকদার বিপ্লব, সাধারণ সম্পাদক রেজাউল করিম সাগর, শহর যুবলীগের আহ্বায়ক মেহেদী হাসান ইমু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক সিকদার প্রমুখ।
এ সময় জেলা যুবলীগের অন্যান্য নেতাসহ সদর থানা যুবলীগ ও শহর যুবলীগের নেতারাও উপস্থিত ছিলেন। এর আগে বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে মানববন্ধনে অংশ নেয়।
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর রাত ১১টায় শহরের ব্যাপারীপাড়া এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন যুবলীগ নেতা মনিরুজ্জামান লিটন।