টাঙ্গাইলে চিরকুট লিখে কলেজ ছাত্রের অাত্নহত্যা

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০

আবু সামা, টাংগাইল।।

  শয়তান আমাকে বাঁচতে দিলনা, জীবনের শুরু থেকেই আমার উপর নির্যাতন, আমার দুঃখ কষ্টে কেউ ছিল না’ এমন একটি চিরকুট লিখে গলা কেটে আতœহত্যা করেছে রোমান (২৩) নামে এক কলেজ ছাত্র। সে টাঙ্গাইলের ভূঞাপুর পৌর এলাকার বামনহাটা মধ্যপাড়ার খন্দকার কামাল হোসেনের ছেলে।নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১১ আগস্ট) রাতে রোমান ঘরে ঘুমাতে গিয়ে গলায় ধারালো ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় গ্যাঙড়ানোর শব্দ শুনে তাঁর বাবা-মা দরজা ভেঙে রুমে প্রবেশ করে রক্তাক্ত অবস্থা দেখে তাকে তাৎক্ষণিকভাবে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে প্রথমে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। মৃত্যুর আগে সে প্রায় দুই পৃষ্টার একটি চিরকুট লিখে যায়।ভ‚ঞাপুর থানার ওসি (তদন্ত) এনামুল হক চৌধুরী জানান, ‘আত্মহত্যার সংবাদ পেয়ে তাঁর বাড়ি থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া যায়। স্থানীয়রা বলছে রোমান মানসিক কিছুটা ভারসাম্যহীন ছিল।


Categories