ঝিনাইদহ জেলার কোটচাাঁদপুর উপজেলা নির্বাহী অফিসারের সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নোতি

এস,এম হুমায়ুন কবির, ঝিনাইদহ।
ঝিনাইদহ জেলার কোটচাাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজনীন সুলতানা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নোতি পেয়েছেন। গত ০২ জুলাই বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারী করা হয়।
জনাব নাজনীন সুলতানা ২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর থেকে কোটচাঁদপুর উপজেলার নির্বাহী অফিসারহিসাবে দায়িত্বভার গ্রহন করেন। কর্মক্ষেত্রে প্রায় তিন বছর যাবৎ অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে কোটচাঁদপুর উপজেলার নির্বাহী অফিসার হিসাবে দায়িত্বপালন করেছেন। বর্তমান করোনা মহামারীতে তিনি সরকারী নির্দেশনা অনুযায়ী একজন সফল যোদ্ধা হিসেবে সকলের সুনাম অর্জন করেছেন। স্বাস্থ্য সচেতনতা, সামাজিক দূরত্ব সঠিক ভাবে মেনে চলা, অসহায়দেরকে সময়মত সাহায্য করা সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজের জন্য এলাকাবাসীর অত্যন্ত প্রিয় হয়ে উঠা এ কর্মকর্তা ২৯ তম বিসিএস ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা।
জনাব নাজনীন সুলতানার এ পদোন্নোতিতে কোটচাঁদপুরের সর্বস্তরের জনগণ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জানানো হচ্ছে বিদায়ী সম্বর্ধনা।