জয়পুরহাটে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ১ যুবক গ্রেফতার

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, মে ২, ২০২২
অহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের সদর থানার ২নং দোগাছি ইউনিয়নের পাইকরতলি গ্রামস্থ জনৈক মোঃ সামসুল আলম (সুমন)এর মেসার্স এসএম পোল্ট্রি ফিড দোকানের উত্তর পাশে মঙ্গলবাড়ি হতে জয়পুরহাট গামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩১ কেজি গাঁজা ও ১ টি মোটর সাইকেলসহ মোঃ ইমরান হোসেন সুজি (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।
র‌্যাব-৫, সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে সোমবার পূর্ব রাত সোয়া ২ টার দিকে অভিযান চালিয়ে সদর উপজেলার পাইকর দাড়িয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ ইমরান হোসেন সুজিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহপূর্বক জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
পরবর্তীতে তার বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

Categories