নওগাঁয় র‌্যাব-৫ সিপিসি-৩ এর বিশেষ অভিযানে ১৪ জন মাদকসেবীসহ আটক ২২!

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০

অহিদুল ইসলাম : দেশের বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে সকল মাদক সম্রাটদের গ্রেফতারসহ মাদকবিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং র‌্যাব মহাপরিচালকের দিক নির্দেশনায় র‌্যাব মাদকের বিরুদ্ধে গত ০৪ মে ২০১৮ তারিখ হতে বিশেষ অভিযান শুরু করেছে যা মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। তারই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা এর নেতৃত্বে গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩ টা থেকে সাড়ে ৬ টা পর্যন্ত নওগাঁ জেলার সদর থানাধীন ঢাকা বাসস্ট্যান্ড এবং আশপাশ এলাকা এবং পার নওগাঁ রজাকপুর ট্রাক টার্মিনাল এলাকা হইতে ১০ লিটার দেশীয় মদ ১৫ গ্রাম গাঁজা, গ্যাস লাইট-২ টি, তাস-০২ বান্ডিল ও জুয়া খেলার নগদ অর্থ-৭৯৩৫/- (সাত হাজার নয়শত পয়ত্রিশ) টাকাসহ মাদক সেবনকারী আসামী মোঃ রেজাউল করিম (৩৫), পিতা-মৃত আরজ আলী প্রামাণিক, সাং-বাঙ্গাবাড়িয়া, মোঃ চঞ্চল হোসেন (৩৩), পিতা-মৃত ইসমাইল হোসেন, সাং-রজাকপুর, মোঃ মাসুদ রানা (৪৫), পিতা-মৃত আসিরম্নদ্দিন জোয়ার্দার, সাং-পিরোজপুর, মোঃ পিন্টু (৪০), পিতা-মোঃ মোয়াজ্জেম হোসেন, সাং-নতুন সাহাপুর, মোঃ আনোয়ার হোসেন (৪০), পিতা-মোঃ ওসমান আলী, সাং-বাছারিগ্রাম, মোঃ লুৎফর রহমান (৪০) পিতা-মৃত সকির আলী মন্ডল, সাং-আরজি নওগাঁ মধ্যপাড়া, মোঃ ইসলাম (৩৬), পিতা-মৃত কছিমুদ্দিন, সাং-শিমুলিয়া, মোঃ মোস্ত্মাফিজুর রহমান ঝন্টু (৪৫), পিতা-মোঃ সাত্তার মন্ডল, সাং-চকপ্রসাদ, মোঃ ফারম্নক সর্দার (৩৫), পিতা-নছির সর্দার, মোঃ আল আমিন (২২), পিতা-মোঃ মজিবর রহমান, মোঃ সবুজ হোসেন (২৮), পিতা-মোঃ আমজাদ হোসেন, সর্ব সাং-এনায়েতপুর (ইউপি-বোয়ালিয়া), সর্ব থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁ, মোঃ আমিনুল ইসলাম (৩০), পিতা-খোকা প্রামাণিক, সাং-পশ্চিম বালুঘরা, থানা-রাণীনগর, জেলা-নওগাঁ, শ্রী দিলীপ কুমার রবিদাস (৫৩), পিতা-মৃত বিকানো রবিদাস, সাং-আদমদিঘী চড়কতলা, থানা-আদমদিঘী, জেলা-বগুড়া, মোঃ মনিরম্নজ্জামান (৩০), পিতা-আব্দুল মান্নান, সাং-মনোহরপুর, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াকে মাদক সেবনরত অবস্থায় এবং জুয়ারী আসামী মোঃ নুরম্নন্নবী দপ্তরী (৩০), পিতা-মোখলেছুর রহমান, সাং-পারনওগাঁ, মোঃ স্বপন মন্ডল (৩৬), পিতা-মোঃ লুৎফর রহমান মন্ডল, সাং-রজাকপুর খলিফাপাড়া, মোঃ জীবন (২০), পিতা-আনিছুর রহমান, সাং-পারনওগাঁ মন্ডলপাড়া, মোঃ জাহিদুল সর্দার (৫৫), পিতা-মৃত ইমান সর্দার, সাং-রজাকপুর তুলশীগঙ্গা, মোঃ মামুনুর রশীদ মামুন (৩৮), পিতা-মৃত আব্দুর রহিম প্রামাণিক, সাং-পারনওগাঁ বয়েজ হোমপাড়া, মোঃ সবুজ হোসেন (৩২), পিতা-মোঃ শাহজাহান আলী, সাং-পারনওগাঁ দক্ষিণ পাড়া, শ্রী চঞ্চল চৌহান (৪২), পিতা-মৃত রবি চৌহান, সাং-সেবাশ্রমপাড়া, মোঃ মনিরম্নজ্জামান (৪৩), পিতা-মৃত বদরম্নজ্জামান, সাং-চক এনায়েত, সর্ব থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁদেরকে জুয়া খেলারত অবস্থায় সর্বমোট=২২ (বাইশ) জন আসামীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং প্রকাশ্যে জুয়া আইনে মামলা দায়ের পূর্বক আজ জেল হাজতে পাঠানো হয়েছে।


Categories