
জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ যুবককে গ্রেফতার করেছে র্যাব
অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই থানার মাত্রাই ইউনিয়নের মাত্রাই বাজার থেকে গোবিন্দগঞ্জগামী পাকা রাস্তা সংলগ্ন বানদিঘী শাহজালাল নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে অভিযান পরিচালনা করে ৩১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আবু তালহা তারিফুল ইসলাম (৩২) ও মোঃ ময়েন মন্ডল (৩৫) নামের দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৫, সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে রোববার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে জেলার কালাই থানার আগলাপাড়া গ্রামের মোঃ ইউনুস আলীর ছেলে মোঃ আবু তালহা তারিফুল ইসলাম ও মান্দাইল গ্রামের মৃত আফসার আলীর ছেলে মোঃ ময়েন মন্ডলকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায় যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।