জেল থেকে ফিরে চাচার হাত কেটে বিচ্ছিন্ন করে দিল ভাতিজা

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২০
আবদুল মান্নান, কক্সবাজার।।
জেল থেকে বের হয়ে চাচার হাত কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিল চাচার করা অপহরন মামলার আসামী ভাতিজি। এই লোমহর্ষক ঘটনা  ২৮ আগষ্ট শুক্রবার সকাল ৮টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মইয়াদিয়া ষ্টেশনে সংগঠিত হয়।
ভিকটিম আলী হোসেন মুন্সী (৫০) পেকুয়া ইউনিয়নের মইয়াদিয়া গ্রামের মৃত নুর আহমদের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামীলীগের  ৩নং ওয়ার্ডের সহ-সভাপতি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করা হয়।
ভিকটিম আলী হোসেনের মেয়ে কলেজ ছাত্রী জান্নাতুন নাঈমা মুন্নি গত ১২ জুলাই তারিখে অপহরণের শিকার হয়। মেয়ের অপহরণ ঘটনায় তিনি পেকুয়া থানায় আপন ভাতিজা আলমগীর সহ কয়েকজন কে আসামি করে একটি অপহরণ মামলা করে। যার নং-৫/২০২০।
উক্ত মামলায় স্থানীয় মানুষ আলমগীর কে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। প্রায় দেড় মাস কক্সবাজার কারাগারে জেল খেটে জামিনে বের হয় সে। চরম প্রতিশোধ পরায়ণ ও বেপরোয়া হয়ে আপন  চাচা কে আঘাত করতে ওত পেতে থাকে। শুক্রবার পেকুয়া বাজারের উদ্দেশ্যে আলী হোসেন মুন্সী তার বাড়ি মইয়াদ্দিয়ার স্টেশন থেকে টমটমে আরোহন করে। আলমগীর রাস্তায় গাড়ি গতিরোধ করে ধারালো কিরিস দিয়ে সিনেমা স্টাইলে এলোপাথাড়ি হামলা চালায়। এক পর্যায়ে তার আপন চাচা আলী হোসেনের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে সেখান থেকে সটকে পড়ে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়,আলমগীর ও মুন্সী আপন চাচা-ভাতিজা। আলমগীরের শ্যালকের সাথে আলী হোসেনের মেয়ে কলেজ ছাত্রী মুন্নীর প্রেমের সম্পর্ক ছিল । তারা উভয়ে স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়ে যায়।
তবে; আলী হোসেন মুন্সীর পরিবারের দাবি হল; গত তিন মাস আগে তার মেয়েকে অপহরন করে নিয়ে যায়। এনিয়ে পেকুয়া থানায় বাবা বাদী হয়ে একটি জিআর ৫/২০ মামলা দায়ের করেন। এখনো পূলিল মুন্নি কে উদ্ধার করতে পারেন নি। অপহরনকারীর মুল হোতা এখনো অধরা রয়েছে।
আ’লীগ নেতা আলী হোসেন কে  কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে ফেলার খবরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুইটি পাম্প মেশন বসিয়ে পানি সরিয়ে ধানি জমির একটি ছোট পুকুর  থেকে কাটা হাত উদ্ধার করে।
স্থানীয়রা জানিয়েছেন, আলমগীর একজন বখাটে ও মাদকাসক্ত। তার ১০/১২ জনের একটি ইয়াবাসেবন ও কারবার  সিন্ডিকেট রয়েছে।এলাকায় চুরি-চামারীর সাথে সে জড়িত। তার অত্যচারে এলাকাযবাসী অতিষ্ট।

 


Categories