“জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা”

জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা।
পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নারায়ণগঞ্জের আর্তচিৎকার যেন ছড়িয়ে পড়েছে পুরো দেশে। নামাজ পড়তে গিয়ে এমন প্রাণহানি মেনে নিতে পারছেন না কেউই। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারদেরকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।
বিস্ফোরণের পর বায়তুস সালাত জামে মসজিদ
শনিবার সকালে এই ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। তিনি বলেন, হাসপাতাল থেকে মৃতদেহ আনা এবং দাফন করার জন্য আপাতত এই টাকা দেওয়া হবে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অনুদান হিসেবে। পরবর্তীতে নিশ্চয়ই ক্ষতিপূরণ নিয়ে আলাদা ঘোষণা আসবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে মসজিদের ভেতরে হঠাৎ করেই বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন এশার নামাজের জামাত মাত্র শেষ হয়েছে। এ সময় মসজিদের ভেতরে ৫০ জনের অধিক মুসল্লি ছিলেন। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বের হতে গিয়েও অনেকে দগ্ধ হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১২ জন।