জীবন প্রদীপ- মোঃ আব্দুল গনী শিব্বির

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০

জীবন প্রদীপ

– মোঃ অাবদুল গনী শিব্বীর

 

জীবন প্রদীপ নি‌ভে গে‌লে

‌কি যে করার আ‌ছে

‌যে জন তোমার অাপনজন

যা‌বে না তোমার কা‌ছে।

একটুখা‌নি চো‌খের পা‌নি

ঝরা‌বে তোমার লা‌গি

‌বেহুঁশ হ‌বে তোমার ত‌রে

মা যে হতভাগি।

‌ছে‌লে মে‌য়ে কাঁদ‌বে ত‌বে

‌তোমার শুন্যতায়

হৃদয় সুতায় বাঁধা তারা

নয়‌তো ভিন্নতায়।

জগত মা‌ঝে এই‌তো খেলা

চল‌ছে একই ধারায়

জীবন প্রদীপ নিভে গে‌লে

স্বজন তোমায় হারায়।

যা‌বেনা কেউ তোমার সা‌থে

যা‌বে পুণ্য কর্ম

মু‌ক্তি তোমার মিল‌বে ত‌বে

য‌দি মা‌নো ধর্ম।

জগ‌তে সব এখন অাপন

প‌রে হ‌বেই পর

যখন তোমার হ‌বে কবর

মরার প‌রের ঘর।

 

  • ‌লেখকঃ ক‌বি, প্রাব‌ন্ধিক, গ‌বেষক।

Categories