“জীবন অনাদরে নয় বড় হোক আদরে” নাসিমা হক মুক্তা

দেয়াল গর্ত করে রুয়েছি একগোছা স্বপ্ন ফালি
অজগরের বেফাঁস মন্ত্র থেকে
বাঁচবে তো কন্যার যৌবন জরদ
ঘাঁই মারা শিয়ালের চিৎকারে ফুল স্তনগুলো
সবুজ কামিজের উপরে সোনালু আব্রু
শরমিন্দা হয়ে –
স্বতন্ত্র জীবন আত্মার তরী কি ছুঁতে পারবে ?
ধবধবে জ্যোৎস্নায় ভোরের আযান শুনে
স্নানের পর জায়নামাজে বসে যেন
পাখির ঠোঁটে লানত গাইতে না হয়।
জীবন অনাদরে নয় বড় হোক আদরে।