“জাতীয় শোক দিবস উপলক্ষে আবু হামেদ গণ গ্রন্থাগার ও স্মৃতি সংসদ এর উদ্দ্যোগে আলোচনা সভা ও দোয়ার আয়োজন”

সরাইল, ব্রাহ্মণবাড়িয়া থেকে- কাওছার আলম বাবুল।
জাতীয় শোক দিবস উপলক্ষে ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ মো: আবু হামেদ গণ গ্রন্থাগার ও অধ্যক্ষ শেখ মো:আবু হামেদ স্মৃতি সংসদ এর উদ্দ্যোগে আলোচনা সভা ও দোয়ার আয়োজন।
শোকাবহ ১৫ আগস্ট। স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলাধিন সরাইল উপজেলার ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ মো: আবু হামেদ গণ গ্রন্থাগার ও অধ্যক্ষ শেখ মো:আবু হামেদ স্মৃতি সংসদ এর উদ্দ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল ডিগ্রী কলেজের প্রাক্তন ছাত্র মো: মুজিবুর রহমান। বক্তব্য রাখেন ইসলামপুর বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান জনাব আহমেদুর বিনকাশ, অরুয়াইল আবদুস সাত্তার বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব কাওছার আলম বাবুল, বাংলাদেশ কৃষক লীগ সরাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব আবু আহাম্মদ মৃধা, সমাজ উন্নয়ন কেন্দ্র (সুক) এর প্রধান হিসাব রক্ষক বেনু চন্দ্র দেব,প্যাথলজিস্ট জনাব মোশাররফ হোসেনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, জাতির পিতাকে হত্যার মাধ্যমে ঘাতকরা একটি জাতির চেতনাকে মুছে ফেলার ষড়যন্ত্র করেছিল কিন্তু তাদের সেই ষড়যন্ত্র বা চেষ্টা সফল হয়নি।
সভা শেষে জাতির পিতাসহ ১৫ আগস্টের সকল শহীদের বিদেহী আত্মার কল্যাণ কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন কালীকচ্ছ ইউনিয়নের কাজী মাওলানা মো: ওয়াজ উদ্দিন।
অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক শেখ এনায়েত রাসেল।