“জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শ্রীমঙ্গলে এডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত”

মোঃ সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধি।
জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শ্রীমঙ্গলে এডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত।
জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আজ বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক এডভোকোসি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত পক্ষকালব্যাপী অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত এডভোকেসি ও কর্মপরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব , সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত প্রমুখ।