
ফুল প্রকৃতির প্রেম
সামছুল আবেদীন
ওই গাঁয়ের এই মেঠো পথে
চলছি আঁকাবাকা,
একটি ছবি আঁকতে গিয়ে
হাজার ছবি ফাঁকা।
ওপারে এক ‘বন-বিলাসি’
খোঁপায় বাঁধে ফুল।
হাওয়ার দোলায় দুলছে কদম,
হেসে না পায় কূল।
লতার সাথে ফুলের মিলন
পায়নি খুঁজে কেউ,
বলছে লতা, “ওরে পথিক!
আমায় তুলে নেও!”
স্বর্ণলতার বন-বাদাড়ে
চড়ুই পাখির ঝাঁক,
মায়ার জালে বন্দী রাখা
এঁটেল মাটির পাক।
এপার গাঁয়ের সবুজ বনে,
হিজল-জারুল গাছে,
হরেক রংয়ের ফুলের বাহার,
কোকিল পাখিও আছে।
টুনটুনির ঐ ছোট্ট বাসায়,
দুটো কচি ছানা,
মা পাখিটি দিচ্ছে আদার,
ধরতে তারে মানা।
হিজল গাছের উঁচু ডালে,
দোয়েল পাখির শীষ,
আমা’ হতে ভালোবাসা
তারে তুলে দিস।
তা’রি পাশে বুনো ফুলের,
মন ভরানো হাসি,
জুড়াই সেথা প্রেমের পিয়াস,
সবুজ ঘাসে আসি