
ছোট্ট বেলার দিনগুলো
নূরুল ইসলাম
ছোট্ট বেলার দিনগুলো
দারুন মজার ছিল
সময়গুলো ধীরে ধীরে
কে-যে কেড়ে নিল
আদর পেতাম,
সোহাগ পেতাম
পেতাম রঙিন ঘুড়ি
জোসনা রাতে মা দেখাতেন
হেসে চাঁদের বুড়ি ।
চাঁদের বুড়ি,
চাঁদের বুড়ি
বসে সুতো কাটে
সেই সুতো যে উড়ে উড়ে
নামে মাঠে-ঘাটে।
আরো কত মজার মজার
গল্প হতো বলা
ভূত -পেত্নী দাঁত খিচিয়ে
খেতে বিচি কলা ।
দিনগুলি সেই হারিয়ে গেছে
বেড়ে ওঠার স্থলে
স্মৃতিগুলো বারে বারে
সামনে এসে জ্বলে।