
মোঃ রুবেল হোসেন, মান্দা প্রতিনিধিঃ
ছেলের দাফনের ১ ঘন্টা পরে মায়ের মৃত্যু!
পুত্রের দাফনের ১ঘন্টা পরই, পুত্রের মৃত্যু শোক সইতে না পেরে নিজে ও মৃত্যুর কোলে ঢলে পড়লেন গর্ভধারিণী মা। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে নওগাঁ জেলার মান্দা উপজেলায়।
ক্রীড়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক নওগাঁর মান্দা উপজেলার চকউমেদ গ্রামের কৃতিসন্তান বেলাল হোসেন গত ঈদে ঢাকা হতে অসুস্থ্য মাকে দেখতে গ্রামের বাড়ি এসেছিলেন কিন্তু ঢাকায় ফিরে গিয়ে তিনি মরণব্যাধি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত ১৬ তাং হতে তিনি ভেন্টিলেটর সার্পোট নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে তিনি গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মৃত্যুর কোলে ঢলে পড়েন। আজ তাঁর লাশ গ্রামের বাড়িতে আনা হলে এলাকা জুরে শোকের ছায়া নেমে আসে, পরে স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফন সন্পন্ন করা হয়। লাশ দাফন করার ১ ঘন্টার মধ্যেই পুত্রের মৃত্যু শোক সইতে না পেরে মারা গেলেন গর্ভধারিণী মা।
Attachments area