সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক থানায় যোগদানের পর একের পর এক চমক দেখিয়ে চলেছেন সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম। ফকির, চাষা, দিনমজুরের বেশে গ্রেফতার করে চলেছেন একের পর এক অপরাধী। গত সোমবার (৭ সেপ্টেম্বর) লুঙ্গি পড়ে ছদ্ম বেশে অভিযান পরিচালনা করে ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামী আন্ত:জেলা ডাকাত আসিক আলী আসিদ (৩৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো উপজেলার রাজারগাঁও গ্রামের মৃত. আজমান আলী ছেলে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালে দিক নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে এএসআই আবু তালেব সংঙ্গিয় ফোর্স শারফিন নগর মাওরাটিলা হাওর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
পুুলিশ সুত্রে জানা যায়, গ্রেফকৃত ডাকাত আসিক আলী আসিদ ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসমী ও তার বিরুদ্ধে ছাতক থানা, মৌলভীবাজারের কুলাউড়া থানায় একাধিক ডাকাতি ও চুরি মামলা রয়েছে।
এ বিষয়ে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন।