
ছাতকে ফখরুল হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার।
সোমবার সন্ধ্যায় ছাতক কোর্ট রাস্তার সীমানা থেকে তাকে আটক করা হয়।মমিন মিয়া (৩৫) ছাতক উপজেলার মুক্তির গাঁও গ্রামের তরমুজ আলী’র ছেলে। উক্ত আসামী হত্যার দায় স্বীকার করিয়া বিজ্ঞ আদালতে কাঃবিঃ 164 ধারায় সেচ্ছায় স্বীকরোক্তি প্রদান করে। এই আসামীর নামে বিভিন্ন থানায় একাধিক চুরি, ছিনতাই, ডাকতি মামলা রয়েছে, তাছাড়া সে একটি ছিনতাই মামলায় তিন বছর সাজা ভোগ করিয়াছে।

ছাতক থানা পুলিশ পরিদর্শক ও ওসি (চলতি দায়িত্ব)মঈন উদ্দিন জানান, সোমবার সন্ধ্যায় ছাতক কোর্ট রাস্তা থেকে এস আই হাবিবুর রহমান নেতৃত্বাধীন থানা পুলিশ দল মমিন মিয়াকে আটক করেছে
প্রসঙ্গত, সুনামগঞ্জের ছাতক বাজারে মো. ফখরুল আলম (৫০) নামে রেলওয়ের এক নৈশপ্রহরী খুন হয়েছেন।মঙ্গলবার (৩০ জুন) ভোররাতে এ হত্যাকাণ্ডের ঘটনাটি সংগঠিত হয়। নিহত ফখরুল আলম ভোলা জেলার তজুমুদ্দিন থানার শিবপুর গ্রামের মৃত. মো. আব্দুল খালেকের ছেলে।