
তমাল পোদ্দার- ছাতক, সুনামগঞ্জ।
ছাতকে প্রবাসীর উদ্যোগে সড়ক সংস্কার।
ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক প্রবাসীর উদ্যোগে সংস্কার করা হয়েছে। সড়কটি সংস্কার হওয়ায় প্রায় দু’মাস বন্ধ থাকার পর আবারো এ সড়ক দিয়ে যান চলাচল শুরু হয়েছে। ফলে ৩টি ইউনিয়নের কয়েক হাজার ভুক্তভোগী মানুষের যাতায়াতের পথ স্বাভাবিক হয়ে উঠে।
পর পর তিনবারের বন্যায় উপজেলার জাউয়ার লক্ষমসোম-কচুরগাঁও সড়কের আইনাকান্দি ও ঝামক অংশের মধ্যবর্তী প্রায় অর্ধ কিলোমিটার সড়ক ভেঙ্গে যায়। ওই সময় বন্যার প্রবল – স্রোতে সড়কের এ অংশটুকু ভেঙ্গে গেলে যান চলাচল সম্পূর্নভাবে বন্ধ হয়ে পড়ে। ফলে জাউয়াবাজারের সাথে সিংচাপইড় ও ভাতগাঁও ইউনিয়নের সড়ক যোগাযোগ হয়ে পড়ে বিচ্ছিন্ন।
বন্যার পানি নেমে গেলেও এ সড়ক সংস্কারের অভাবে প্রায় দু’মাস যান চলাচল বন্ধ ছিল। ফলে ২০-২৫টি গ্রামের মানুষ যাতায়াতের ক্ষেত্রে পড়ে চরম ভোগান্তিতে। ভুক্তভোগী গ্রামীণ জনগোষ্ঠির পাশে এসে সহায়তার হাত বাড়ান সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী আশিকুল ইসলাম আশিক।
এ প্রবাসীর অর্থায়নে সড়কের এ ভাঙ্গা অংশ সংস্কারের উদ্যোগ নেয়া হয়। প্রায় এক সপ্তাহ ধরে সড়কের ভাঙ্গা অংশ সংস্কার কাজ চলে। শুক্রবার কাজ শেষে হলে বিকেলে এ সড়ক দিয়ে পুণরায় যান চলাচল স্বাভাবিক করনে ফিতা কেটে উদ্বোধন করেন, আলহাজ্ব খোয়াজ আলী জনকল্যাণ ট্রাষ্টের সদস্য রফিকুল ইসলাম।
ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী আশিকুল ইসলাম আশিক জানান, মানুষের কল্যাণে কাজ করা এটা তাদের পারিবারিক রেওয়াজ। এর আগেও জনকল্যাণমূলক বহুকাজ করা হয়েছে পারিবারিকভাবে। মহামারী করোনা ও টানা তিনবার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ট্রাষ্টের উদ্যোগে ধারাবাহিকভাবে পরপর ৬ বার খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়েছে এখানে।