
আজিজুর রহমান -সুনামগঞ্জ প্রতিনিধি:
সাঁতার না জানায়- ছাতকে নৌকা ডুবে এক যুবক নিহত।
ছাতক উপজেলার দক্ষিন খুরমা ইউপির ইউনিয়ন পরিষদের পাশের হাওরে ডিঙ্গি নৌকা নিয়ে বেড়াতে গিয়ে নৌকা ডুবে নিহত হয়েছে।
সোমবার সকালে সাদার হাওর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় নৌকাতে থাকা ৫ জনের মধ্যে সাতার কেটে ৪ জন যুবক তীরে উঠে আসতে পারলেও এক যুবক সাতার না জানায় সে পানির নিচে তলিয়ে যায়। নিখোঁজ যুবকের লাশ ১ঘন্টা পর হাওরে পানির উপরে ভেসে উঠে।
জানা যায়, দক্ষিন খুরমা ইউপির পরিষদ সেনপুর গ্রামের আলী হোসেন ও তার স্ত্রী নাসিমা বেগম দীর্ঘদিন ধরে ইউপি পরিষদ ভবনে রাত্রি যাপন করে আসছে। গত রেবাবার রাতে হাসানের বন্ধু সিলেট থেকে আকাশ নামে এক যুবক তার বাড়িতে বেড়াতে আসে। সে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়নের যুগির গাঁও গ্রামের মুজিবুর রহমানের পুত্র।
গত সোমবার সকাল ৭টায় সময় ডিঙ্গি নৌকা নিয়ে সাদার হাওরে বেরাতে যান। হঠাৎ করে বাতাস আশার সঙ্গে ডিঙ্গি নৌকা টি হাওরের মাঝে পানির নিচে তলিয়ে যায়। এসময় ৪জন যুবক সাতাঁর কেটে হাওরের পাড়ে চলে আসলেও আকাশ নামে যুবক সাঁতার না জানায় সে পানির নিচে তলিয়ে যায়। প্রায় ১ ঘন্টা পর হাওরের পানির উপর তার লাশ ভেসে উঠে।
এ খরব পেয়ে জাউয়া বাজার পুলিশ ফাড়ি ইনচার্জ সাজ্জাদুর রহমান ও এস আই সুহেল রানা ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে এস আই সুহেল রানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন হাওরে নৌকা ডুবে তার মৃত্যু হয়। দুপুরে পুলিশ তার লাশ বাবা মায়ের কাছে লাশ হস্তাস্তর করেছে।