
জাহাঙ্গির রুমি, শরিয়তপুর: সারা দেশে করোনা মহামারী আকার ধারণ করেছে। প্রতিদিনই হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। মারাও যাচ্ছে মানুষ । সরকার আপ্রাণ চেষ্টা করছে মানুষকে সচেতন করতে-সামাজিক দূরত্ব নিশ্চিত করতে। কিন্তু প্রায় প্রতিটি এলাকাতেই চায়ের দোকানগুলোয় বাহিরে বসার বেঞ্চি আছে, সাথে আছে বড় সাইজের একটি টেলিভিশন, চলছে বাংলা ছায়াছবির খারাপ খারাপ ডায়ালগ। অনেকেই ভিড় করে উপভোগ করছেন তারা । আমার সমস্যা তাহলে কোথায় ? আমার সসস্যা হলো বেশ কিছু লোক দোকানের ভিতরে বসে শুধু শুধু আড্ডা , চা, বিড়ি, আর অন্যের সমালোচনার কেন্দ্র বিন্দু এই দোকানগুলো। সামাজিক দূরত্ব না মেনে এভাবে দোকানের ভিতরে আড্ডা দেওয়া বন্ধ করার জন্য প্রশাসনের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি।