“চারটি সম্মানিত মাসের মধ্যে মহররম অন্যতম- এ মাসের গুরুত্ব”

প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০২০

চারটি সম্মানিত মাসের মধ্যে মহররম অন্যতম- এ মাসের গুরুত্ব।

আরবী নববর্ষের প্রথম মাস হল মহররম। আল্লাহ্‌ তায়ালা চারটি মাসকে সম্মানিত ঘোষণা করেছেন তার মধ্যে মহররম অন্যতম। বিভিন্ন দিক থেকে এ মাসের গুরুত্ব অনেক। মহররম মাসের দশ তারিখ একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনকে আরবীতে ইয়াওমুল আশুরা বলা হয়।

পৃথিবীর সূচনালগ্ন থেকেই এই দিনটি অনেক গুরুত্বপূর্ন ও তাৎপর্য বহন করে আসছে।
✪আল্লাহ্‌ তায়ালা পৃথিবী, আসমান, জমিন এই দিনেই সৃষ্টি করেছেন।
✪আল্লাহ্‌ তায়ালা হযরত আদম (আ:)কে সৃষ্টি, বেহেশতে প্রবেশ এবং তওবা কবুল করেছেন এই দিনে।
✪ হযরত ইব্রাহীম (‘ আঃ) কে আল্লাহ্‌ তায়ালা অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিয়েছেন এই দিনে।
✪ আল্লাহ তায়ালা হযরত ইউনুস (আ:) কে এই দিনেই মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন।
✪ আল্লাহ তায়ালা হযরত ঈসা (আ:) কে সৃষ্টি এবং চতুর্থ আসমানে উত্তোলন করেছে এই দিনে।
✪ আশুরার এই দিনেই ইতিহাসের লোমহর্ষক, হৃদয়বিদারক ঘটনা ইমাম হোসাইন (রা) কারবালার প্রান্তে শাহাদাত বরন করেন।
এছাড়াও আরো বহু ঘটনা এ দিনটির সাথে জরিত রয়েছে।
রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা ফরজ ছিল। 
হযরত আয়শা (রা:) বর্ণিত, জাহেলি যুগে মক্কার কুরাইশরা আশুরায় রোযা রাখতেন এবং রাসুল সাঃ আশুরায় রোযা রাখতেন। (মুসলিম)
আশুরার রোযার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রাসূল সা: বলেন- রমজানের পর তুমি রোজা রাখতে চাও,  তবে মুহররম মাসে রোজা রাখ। কারণ এটি আল্লাহ্‌র মাস। এ মাসে একটি দিন আছে, যে দিনে একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যৎতেও অন্যান্য জাতির তওবা কবুল করবেন। (তিরমিজী ১১৫৭)
ইবনে আব্বাস রা: হইতে বর্ণিত, রাসূল সা: যখন আশুরার দিন রোজা রাখতেন এবং সাহাবাদের নির্দেশ প্রদান করেন তখন সাহাবারা অবাক হয়ে হয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ্‌, এই দিনকে ইহুদী ও নাসারারা বড় দিন মনে করে। আমরা যদি এই দিনের
রোজা রাখি তা হলেতো তাদের সাথে সামঞ্জস্য হবে। তখন রাসূল (” স:) বললেন তারা যেহেতু এই দিনে রোজা পালন করে আগামী বছর ইনশাল্লাহ আমরা দশ তারিখের সাথে নয় তারিখ মিলিয়ে দুই দিন রোজা পালন করব। (মুসলিম)
এজন্য আশুরার দুই দিন রোজা রাখা মোস্তাহাব।
আশুরার রোজার ফজিলত সম্পর্কে রাসূল সা: বলেন- এই রোজা বিগত বছরের গুনাহ মুছে দেয়। তাই আল্লাহ আমাদের এই মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন।
লেখক,
মোঃ আসাদুজ্জামান
কামিল এম এ (তাফসির)
বিএস এস (অর্নাস), এম এস এস
ভূরুংগামারী, কুড়িগ্রাম।

Categories