
চান্দিনায় ভ্রাম্যমান ভ্যানে লাল সবুজ উন্নয়ন সংঘের গাছের চারা বিতরণ
”লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করবো দেশটা” স্লোগ্নান নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও পুরো দেশে এক লক্ষ গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নিয়ে আজ ৩৩তম জেলায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত লাল সবুজ উন্নয়ন সংঘের গাছের চারা বিতরণ করেছে৷ করোনা মহামারীতে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেরও সকল কর্মকান্ড স্থবির হয়ে পড়লেও লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম সোহেল জীবনের ঝুকি নিয়ে গত তিন মাস যাবত দেশের ৩৩টি জেলায় সফর করে গাছের চারা বিতরণ ও রোপন করে আসছেন৷ ২০১১ সালে সংগঠনটি মাদক ইভটিজিং ও বাল্যবিবাহের প্রতিরোধ ও সচেতনায় শিক্ষার্থীরকে নিয়ে সারা দেশে নিয়ে সচেতনতামুলক কর্মকান্ড, প্রচার প্রচারণা করে আসছে৷ ২০১৭ সাল থেকে প্রতি বছর সারা দেশে একলক্ষ গাছের চারা রোপন ও বিতরণের কর্মসূচী গ্রহণ করে বাস্তবায়ন করে আসছে৷ এরই ধারাবাহিককায় আজ কুমিল্লার চান্দিনায় ৩৩তম চলমান কার্যক্রমের অংশ হিসেবে গাছের চারা রোপন করেছেন৷ গত ৫ জুলাই থেকে অদ্যাবদি ৫৮ হাজার ৭০০ গাছের চারা ভ্রাম্যমান ভ্যানে করে বিতরণ করা হয়েছে৷
এতে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. কাওসার আলম সোহেলের সভাপতিত্বতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) ওবায়দুল হক৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. মহসিন মিয়া ও সাংবাদিক রিপন আহমেদ ভূইয়া৷ কর্মসূচীতে আরো অংশগ্রহণ করেছেন লাল সবুজ উন্নয়সংঘের চান্দিনা শাখার সভাপতি সৌরভ আহমেদ মাক্সুদ, সেক্রেটারি মো. সাইফুল্লাহ মানসুর, দেবিদ্বার শাখার সভাপতি ইমরান আরেফিন ইমু, সেক্রেটারি আনিছুর রহমান৷ আরো উপস্থিত ছিলেন ফজলে রাব্বা, জহিরুল ইসলাম, বেলাল হোসেন, জাহিদুল ইসলাম
প্রমুখ৷