চম্পকনগর উবায়দুল মোকতাদির চৌধুরী কলেজে জাতীয় শোক দিবস উদযাপন

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০

মো.সাদেকুল ইসলাম ভূইয়া, বিজয়নগর, 

ব্রাহ্মণবাড়িয়া।

চম্পকনগর উবায়দুল মোকতাদির চৌধুরী কলেজে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ যথাযোগ্য মর্যাদায়  পালন করা হয়।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন ও কর্মের ওপর গল্প ও প্রবন্ধ লেখা ও কবিতা আবৃত্তি করা হয়।

তাছাড়া এই উপলক্ষে স্বাস্হ বিধি মেনে বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হিসেবে তার অবদান নিয়ে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ জনাব আব্দুস সাত্তার সরকারের সভাপতিত্বে বক্ত্যব্য রাখেন  সহকারী অধ্যাপক বাবুল দেব, প্রভাষক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

প্রভাষক জনাব দেলোয়ার হোসেন আলোচনায় বলেন, ” রক্তেফােঁটা গোলাপ তুমি ঝড়ে গেলে শেখ মুজিব, আমরা কুঁড়ি ফোঁটাব আবার রইবে তুমি চিরঞ্জীব।”

অধ্যক্ষ জনাব আব্দুস সাত্তার সরকার তার বক্ত্যব্যে  বলেন ,  বঙ্গবন্ধুই বাংলাদেশ।  তাকে ছাড়া স্বাধীন বাংলাদেশের অস্বিত্ব কল্পনা করা যায় না। জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ওনার পরিবারের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তিনি বক্তব্যে উল্লেখ করেন, ” আমি সরাসরি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখেছিলাম ১৯৭২ সালে নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে। সেই বঙ্গবন্ধুর  ছবি আজও চোখে ভেসে ওঠে। ”

আলোচনা সভা শেষে  কলেজ  ক্যাম্পাসে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরন করে মিলাদ ও দোয়া মাহফিল।দোয়া পরিচালনা করেন চম্পকনগর কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা জাহিদুল ইসলাম।

 


Categories