
চট্রগ্রাম প্রতিনিধি:
চট্রগ্রামের আনোয়ারায় চাতরী চৌমুহনীতে অবৈধ ভাসমান বাজার উচ্ছেদ।
চট্রগ্রামের আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারের রাস্তা ও ফুটপাত দখল করে গড়া ওঠা অবৈধ ভাসমান বাজার উচ্ছেদ করা হয়েছে। অভিযানে শতাধিক কাঁচা বাজার অপসারণ করা হয়।
রবিবার (১৩ সেপ্টম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি (ভূমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী।
এ বিষয়ে উপজেলা সহকারি (ভূমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, রাস্তার উপর অবৈধ ভাসমান দোকানপাট গড়ে উঠায়, প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। বাজারের মোড়ে সৃষ্টি হচ্ছে যানজট। যানজট নিরসন এবং ভাসমান দোকানপাট উচ্ছেদ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
নির্দিষ্ট স্থানে গাড়ি পাকিং না করায় এবং কাগজপত্র না থাকায় ১৪ জন সিএনজির ড্রাইভারকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। সুতরাং, বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরণের অভিযান আব্যাহত থাকবে।