
চট্টগ্রাম প্রতিনিধি – মোহাম্মদ ইউছুফ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১ ওয়ার্ডের দায়িত্বে তিন কর্মকর্তা।
সহায়ক পরিষদ গঠন নয় প্রশাসক খোরশেদ আলম সুজন একাই চালিয়ে নিবেন দায়িত্ব। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে এরকমই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নগরীর ৪১ ওয়ার্ডের দায়িত্ব চসিকের সিনিয়র তিন কর্মকর্তাকে ভাগ করে দেওয়া হয়েছে।
ওয়ার্ড সমূহের দৈনন্দিন কাজ, সড়ক আলোকায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, জন্ম-মৃত্যু এবং ওয়ারিশান সনদপত্র প্রদান ও ভৌত্অবকাঠামোগত উন্নয়নের জন্য তিন কর্মকর্তাকে ৪১ ওয়ার্ডের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
দায়িত্ব প্রাপ্তরা হচ্ছেন- ১ নাম্বর ওয়ার্ড থেকে ১৪ নাম্বর ওয়ার্ডের দায়িত্বে প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম, ১৫ নাম্বর থেকে ২৮ নাম্বর ওয়ার্ডের দায়িত্বে প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া ও ২৯ থেকে ৪১ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে চসিক সচিব আবু সাহেদ চৌধুরীকে।
চসিক প্রশাসকের একান্ত সচিব আবুল হাশেম জানান, আমরা কদিন আগে সহায়ক পরিষদের বিষয়ে নির্দেশনা চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলাম। আজকে (বৃহস্পতিবার) মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে সহায়ক পরিষদ নয়, চসিকের কর্মকর্তাদের মাধ্যমেই কাজ চালিয়ে নিতে। সেকারণে সিইও মহোদয় তিন কর্মকর্তাকে ৪১ ওয়ার্ডের দায়িত্বভার বণ্টনের একটি অফিস আদেশ দিয়েছেন।
গত মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম চসিক’র প্রশাসক হিসেবে খোরশেদ আলম সুজন ‘র নাম ঘোষণা করেন।
সেই মতেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করলেন খোরশেদ আলম সুজন। নির্বাচনের মাধ্যমে নতুন মেয়র নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি চসিক প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।