
চট্টগ্রাম প্রতিনিধি- মোহাম্মদ ইউছুফ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস ৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল চট্টগ্রাম নগরীর চবি চারুকলা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ডিনস্ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রাতে এ তথ্য জানানো হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী সম্মানিত ডিনবৃন্দ তাঁদের অধীনস্থ স্ব স্ব বিভাগের সভাপতি এবং ইনস্টিটিউটের পরিচালকবৃন্দের সাথে আলোচনা করে এ ব্যাপারে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করবেন

উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার তাঁর বক্তব্যে উপস্থিত সম্মানিত ডিনবৃন্দকে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানান। তিনি করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে ক্লাস নেয়ার ব্যাপারে সম্মানিত ডিনবৃন্দের সাথে বিস্তারিত আলোচনা করেন। এ সময় সভায় উপস্থিত ডিনবৃন্দ এ ব্যাপারে তাঁদের মতামত ব্যক্ত করে উপাচার্যের বক্তব্যের সাথে একমত পোষণ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম সালামত উল্যা ভূঁইয়া, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হোসাইন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. রাশেদ মোস্তফা, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. রাশেদ-উন-নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান এবং আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মো. হানিফ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
এছাড়াও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ অনলাইনে অংশগ্রহণ করেন।