“চট্টগ্রামে ৩১ হাজার ৫ শত ইয়াবা সহ এক ব্যবসায়ী আটক”

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০

চট্টগ্রাম জেলা প্রতিনিধি- মোঃ মিজানুর রহমান।

চট্টগ্রামে ৩১ হাজার ৫ শত ইয়াবা সহ এক ব্যবসায়ী আটক।

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সংযোগ সড়ক এলাকা থেকে ৩১ হাজার ৫০০টি ইয়াবাসহ  মো. আলাউদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব।

৭ আগস্ট (শুক্রবার) ভোর সাড়ে ৫টার তাকে আটক করা হয়। আটক মো. আলাউদ্দিন কক্সবাজারের রামু এলাকার মৃত মো. হোসেনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে মো. আলাউদ্দিন কে আটক করা হয়।

এই বিষয়ে র‍্যাব-৭ চট্টগ্রাম সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার তুলাতলি বাজার সড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করা হয়।

তথ্য অনুযায়ী কক্সবাজার থেকে আসা একটি ট্রাককে থামার সংকেত দেয়। এ সময় ট্রাক থামিয়ে দুই জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া দিয়ে র‍্যাব সদস্যরা ট্রাকের হেলপারকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ট্রাকের ভেতর থেকে ৩১ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়৷ ইয়াব পাচারে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।


Categories