
চট্টগ্রামের পটিয়ায় মোজাফফরাবাদ এলাকা থেকে পারভীন আক্তার প্রকাশ আখি(২০) এবং মোঃ আবু বক্কর সিদ্দিক (২১) নামের দুই জন ব্যক্তিকে তিন হাজার বিশ পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম পটিয়া সার্কেল।
আটককৃত পারভীন আক্তার ঠাকুরগাঁও জেলার খুছাবাড়ী ইউনিয়নের স্থানীয় বাসিন্দা এবং মোঃ আবু বক্কর সিদ্দিক টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোঃ কাশিমের পুত্র।
২৬জুলাই গোপন সংবাদের ভিত্তিতে ৩০২০পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ পটিয়া সার্কেল সূত্রে জানা যায়,রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকারের তত্ত্বাবধানে ও পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ ঠিম অভিযান পরিচালনা করে ৩০২০ পিস ইয়াবাসহ দুইজন ইয়াবা পাচারকারীকে আটক করেন।
আটককৃত দুই ইয়াবা পাচারকারির বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ২ টি নিয়মিত মামলা দায়ের করে পটিয়া থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।