চট্টগ্রামে বিমান অফিসে টিকেট প্রত্যাশীদের ধাক্কাধাক্কি কাঁচ ভাংচুর

প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২০

এম. ইউছুফ |
কোভিড-১৯ কারণে দেশে আটকেপড়া প্রবাসীরা বিভিন্ন দেশে ফিরে যেতে টিকেটের জন্য বুধবার দুপুরে চট্টগ্রামের বিমান অফিসের সামনে ভিড় করেন। এসময় টিকেটের জন্য যাত্রীদের হট্টগোল ও ধাক্কাধাক্কিতে চট্টগ্রামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ের কাঁচ ভাংচুরের ঘটনা ঘটে।

গতকাল বুধবার সকাল নগরীর ষোলশহর ২ নম্বর গেইট মোড়ে বিমানের কার্যালয়ে মধ্যপ্রাচ্য বিশেষ করে আবুধাবী ও দুবাইয়ে যেতে হাজারখানেক যাত্রী টিকেটের জন্য ভিড় করলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিকিটের জন্য বুধবার ভোর থেকেই বিমান কার্যালয়ে ভিড় হয়। ভিড়ের চাপ সামলাতে না পেরে সেখানে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়। লাইনে দাঁড় করিয়ে শৃঙ্খলা আনার চেষ্টা করলেও বেলা বাড়তে থাকার পর থেকে ধাক্কাধাক্কি এবং এক পর্যায়ে বিমান কার্যালয়ের বাইরে কাচের দরজা ভাংচুর করেন টিকিট প্রত্যাশীরা।

মহামারীকালে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে সীমিত পরিসরে বিমান যোগাযোগ রয়েছে। চট্টগ্রামের যাত্রীদের ঢাকা গিয়ে সেসব ফ্লাইট ধরতে হচ্ছে।

পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভুইয়া জানান, টিকেটের জন্য অন্যান্য দিন ৩০ থেকে ৫০ জনের মতো লোক এলেও বুধবার আসে এক হাজারেরও বেশি। আগের দিন পাঁচশর মতো লোক এসেছিল।

“যারা এসেছেন তাদের আগে থেকে বুকিং ছিল অথবা নতুন করে টিকিট নেওয়ার জন্য আসেন। যত টিকেট প্রত্যাশী ছিল চাহিদা অনুযায়ী বিমান কর্তৃপক্ষ সরবরাহ করতে পারছিল না। সে কারণে অফিসের মূল কাউন্টারের বাইরে ধাক্কাধাক্কি ও বাইরের কাচ ভাংচুরের ঘটনা ঘটে।”

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।এ বিষয়ে বিমান বাংলাদেশ, চট্টগ্রাম কার্যালয়ের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।


Categories