
এম.ইউছুফ।। চট্টগ্রামঃ
চট্টগ্রামের ফুটপাতের নকল হ্যান্ড স্যানিটাইজার ধ্বংস করলেন ম্যাজিস্ট্রেট। নগরীর লালদীঘি ও জুবিলি রোড এলাকায় অভিযান চালিয়ে প্রচুর নকল হ্যান্ড স্যানিটাইজার নষ্ট করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৩ জুন) ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তা এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকারী মিজানুর রহমান জানান, অভিযানে নগরীর বিভিন্ন এলাকায় প্রচুর নকল হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যায়। লেভেলবিহীন এসব স্যানিটাইজার তাৎক্ষণিক নষ্ট করা হয়। এসব নকল হ্যান্ড স্যানিটাইজার বিক্রি না করার জন্য বিক্রেতাদেরকে সতর্ক করা হয়।
তিনি আরও জানান, বাজার মনিটরিং এর অংশ হিসেবে পূর্ব মাদারবাড়ি দারোগাহাট এলাকার সাতকানিয়া স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
নগরীর আকবরশাহ থানাস্থ সেভেন মার্কেটের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে মুল্যতালিকা প্রদর্শন করার জন্য নগরবাসী উক্ত এলাকায় অভিযান পলিচালনার দাবী জানান।