চট্টগ্রামে ডাকাতীর সময় ২ ভারতীয় নাগরিক আহত

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০
 এম. ইউছুফঃ চট্রগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে দুটি প্রাইভেটকারে ডাকাতির ঘটনা ঘটেছে। গত রোববার রাতে মহাসড়কের সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের হামলায় দুই ভারতীয় প্রকৌশলী আহত হয়।
পুলিশ জানায়, বিএসআরএম ইস্পাত কারখানায় কর্মরত দুই ভারতীয় প্রকৌশলী নগরীর খুলশীর বাসা থেকে সপরিবারে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল তাদের প্রাইভেটকার দুটি আটকে ভাঙচুর করে। এ সময় গাড়ির ভেতরে থাকা পরিবারের সদস্যদের জিম্মি করে পাসপোর্ট, ডলার, রুপি, টাকা, স্বর্ণালংকার, ভারতীয় পরিচয়পত্র, দুটি ল্যাপটপ, চারটি মোবাইল, দুটি নোট প্যাড লুট করে নিয়ে যায় ডাকাতরা।
ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় অজ্ঞাত ১২ জনকে আসামি করে মামলা হয়। ডাকাতির শিকার প্রকৌশলীর গাড়ি চালক মো. হোসেন বলেন, ডাকাতরা গাড়ি আটকে গ্লাস ও লাইট ভাঙচুর করে। দুই প্রকৌশলীকে মারধরও করেছে তারা।এ ঘটনায় ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত সোমবার রাতে উপজেলার বাড়বকুণ্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া সরঞ্জামের অংশবিশেষ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, বাড়বকুণ্ড দারালিয়াপাড়ার আবুল কাসেমের পুত্র জামাল উদ্দিন (২৫), মান্দারীটোলা গ্রামের মোতাহার হোসেনের পুত্র মো. ইমন (২২) ও একই এলাকার আলাউদ্দিনের পুত্র মো. নোমান (২০)।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ বলেন, গ্রেপ্তার জামালের ঘর থেকে ১২শ ইউএস ডলার, ২৬শ রুপি ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। ইমনের ঘর থেকে উদ্ধার করা হয়েছে একটি আইফোন।

Categories