চট্টগ্রামে হাটহাজারীতে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচি খোলা বাজারে বিক্রির (ওএমএস) ৬৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।শুক্রবার রাতে এ অভিযান চালানো হয়।
হাটহাজার ইউএনও মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ফতেপুর ইউনিয়নের বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেট সংলগ্ন আকতার সওদাগরের দোকানে গিয়ে সাত বস্তা চাল উদ্ধার করা হয়। বস্তার গায়ে খাদ্য অধিদপ্তর লেখা।
এসব চাল ৪০ টাকা কেজি দরে ১০ বস্তা চাল কিনে ৪২ টাকা কেজিতে বিক্রি করছিল বলে দোকান মালিক আকতার জানিয়েছে।তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকার মেসার্স লোকমানিয়া স্টোরের গুদামে অভিযান চালিয়ে আরও ৬০ বস্তা চাল উদ্ধার করা হয়।
ঘটনায় উপজেলা খাদ্য কর্মকর্তা বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন ইউএনও রুহুল আমিন।