চট্টগ্রামের কোতোয়ালীতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এম. ইউছুফ | চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার ব্রিকফিল্ড রোডের আনন্দ হেরিটেজ নামের একটি ভবনের ৩ তলা থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত গৃহকর্মীর নাম বৃষ্টি।
রোববার (১৯ জুলাই) বিকাল ৩ টার দিকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ। পুলিশের ধারণা, বৃষ্টি নামের ওই গৃহকর্মী ফ্যানের সাথে ঝুলে দুপুরের দিকে আত্মহত্যা করেছেন। তবে বৃষ্টি কি কারণে আত্মহত্যা করেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃষ্টি নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বৃষ্টির লাশ পাঠানো হয়েছে। বৃষ্টির আত্মাহত্যার পেছনে অন্য কোনো কারণ বা আদৌও এটি আত্মহত্যা কিনা,সব ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে জানা যাবে বলে তিনি জানান।