
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে নকল বিড়ির কারখানা হতে ব্যান্ডরোলসহ ৩ যুবক আটক।
প্রতিদিনের ন্যায় গতকাল (১১ সেপ্টেম্বর) ডিবির গোয়েন্দা শাখার একটি টিম জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে বিডির ওসির নির্দেশে গোয়েন্দা শাখার এসআই জহুরুল ইসলাম সংগীয় অফিসার ফোর্স সঙ্গে নিয়ে পলাশবাড়ি উপজেলার ভগবানপুর এলাকার বাদশা মিয়ার নকল বিড়ির কারখানায় অভিযান পরিচালনা করে নকল ব্যান্ডরোলসহ ১২০০ হালিম নামে অবৈধ বিড়ি ও নিউ সোহেল বিড়ির ২০৪৭৫০টি নকল ফিল্টার, কিট ১৫ কেজি, বিড়ির গুড়া ও তামাক জব্দ করে কারখানা হতে হাতেনাতে বাদশা মিয়া (৬০) কে আটক করেন।
জানা যায় বাদশা মিয়া ভগবানপুর গ্রামের মৃত জহির উদ্দিনে পুত্র। অপর দুই আটককৃত যুবকের নাম শাহিন মিয়া (২৭) পিতা খাজা মিয়া, মন্টু মিয়া (২৬) পিতা হাকিম মিয়া উভয়ের সাং দঘড়িয়া।
ডিবির দেয়া তথ্য অনুযায়ী জানা যায় আটক কৃতদের বিরুদ্ধে পলাশবাড়ি থানায় একটি বিশেষ হ্মমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।