“খুলনায় স্কুলছাত্র বাপ্পি হত্যাকাণ্ডে ১ জনের ফাঁসি ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড”

মোঃ মিজানুর রহমান খুলনা জেলা প্রতিনিধি
খুলনায় স্কুলছাত্র বাপ্পি হত্যাকাণ্ডে ১ জনের ফাঁসি ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড।
খুলনার খালিশপুর এলাকার নবম শ্রেণীর ছাত্র বাপ্পি হত্যা মামলায় একজনের ফাঁসি ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
আজ বুধবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেছেন । এসময় অপর দুই আসামিকে খালাস দেয় আদালত। এ মামলায় অপর এক আসামি অপ্রাপ্তবয়স্ক হাওয়াই বিচারকাজ শিশু আদালতে চলছে। মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন অতিরিক্ত পিপি কাজের সাব্বির আহমেদ।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন খালিশপুর প্লাটিনাম জুবিলী জুট মিলের কলোনির বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ রকি (২২). যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন খালিশপুর প্লাটিনাম জুবিলী জুট মিলের কলোনির বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ নজরুল (২৩) মমরেজার ছেলে মোহাম্মদ রবিউল (১৮). আবু সাঈদের ছেলে মোঃ আল আমিন (১৮) নিছার ওরফে আনসারের ছেলে মিলন(২০) আজিজুর রহমান হাওলাদারের ছেলে মুজিব হাওলাদার (১৮)।
খালাসপ্রাপ্ত রা হলেন একই এলাকার আনসার আলীর ছেলে ইব্রাহিম (২০) অমৃত শামসুল হকের ছেলে মোহাম্মদ হাসান (২৩)দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে একইসাথে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া শিশু আদালতে বিচারাধীন রয়েছে সিরাজুল হকের ছেলে আনোয়ার (১৬)।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০২০ সালের ১০ অক্টোবর সন্ধ্যায় খালিশপুর প্লাটিনাম জুবিলী জুট মিলের স্কুলের নবম শ্রেণীর ছাত্র বাপ্পীকে হকি স্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।তাকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন । তিনি চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টায় নিহত হয়।
তবে মৃত্যুর পূর্বে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ডাক্তার মোঃ ইসমাইল সেখ ও ডাক্তার সহদেব কুমার দাস এর কাছে হত্যাকারীদের নাম প্রকাশ করে । এ ঘটনার পরদিন বাপ্পির ভাই হাফিজুর রহমান বাদী হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেন। মামলা (নাম্বার ১১)। নিহত বাপ্পি খালিশপুর প্লাটিনাম জুবিলী জুট মিল কলোনির বাসিন্দা মোজাফফর হোসেনের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা খালিশপুর থানার ওসি মানুষ রঞ্জন দাস নয় জনকে অভিযুক্ত করে ২০১২ সালের ৩১ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন । ১৮জন সাক্ষীর মধ্যে আদালতে ১৬জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন।