“খাগড়াছড়িতে ওলামা ঐক্য পরিষদের সভায় বক্তাগণঃ হক্কানি ওলামায়ে কেরামগণই জাতির পথ-প্রদর্শক”

নুরুল কবির আরমানঃখাগড়াছড়ি।
খাগড়াছড়িতে ওলামা ঐক্য পরিষদের সভায় বক্তাগণঃ হক্কানি ওলামায়ে কেরাম গণই জাতির পথ-প্রদর্শক।
খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ সদর উপজেলা কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত ও পরিষদকে আরো গতিশীল করার লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ (৩ অক্টোবর ) বৃহস্পতিবার সকাল ১০টায় খাগড়াছড়ি পৌরসভাস্হ তা’লিমুল কুরআন নূরানী মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তাগণ বলেন, ওলামায়ে কেরামের মধ্যে ঐক্য না থাকার কারণে সমাজ আজ কলুষিত হয়ে গেছে। হক্কানি ওলামায়ে কেরামগণই জাতির পথ-প্রদর্শক। বর্তমানে ওলামায়ে কেরামের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য ইসলাম বিদ্বেষী শক্তি নানা ষড়যন্ত্র করছে। এ অবস্থায় জাতিকে দিকনির্দেশনা দিতে সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে।
সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ নুরুল কবির আরমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি কালেক্টর জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, পরিষদের উপদেষ্টা মাওলানা শিব্বির মাহমুদ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পরিষদের সদর উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা রেজাউল করিম মিছবাহ,মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন, মাওলানা আলী মর্তুজা, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আবু মুসা, হাফেজ হাবিবুর রহমান, হাফেজ শাহ নেওয়াজ প্রমুখ।
পরিশেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করেন মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।