“খাগড়াছড়িতে ছাত্রদলের ফরম বিতরণ কর্মসূচী উদ্বোধন”

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০
নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে ছাত্রদলের ফরম বিতরণ কর্মসূচী উদ্বোধন। 

খাগড়াছড়িতে চট্টগ্রাম বিভাগীয় ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। আজ (২১সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমনের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাফিজুর রহমান হাফিজ, কে এম এস মুসাব্বির সাফি, যুগ্ন সাধারন সম্পাদক এবিএম মাহমুদ হাসান সরদার, সহ-সম্পাদক আবু আফসান মোহাম্মদ,  মহিউদ্দিন নিলয়, কে এম সাখাওয়াত হোসেন ওচট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সাব্বির।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম ও জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক আনিসুল আলম আনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী ছাত্রদলের ১২ জেলা ইউনিটের প্রতিনিধিরা অংশ নেন।

Categories