খাগড়াছড়িতে কৃষক দলেরভ মৌসুমী সবজির বীজ বিতরণ

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক মাঝে ১২টি প্রজাতির মৌসুমি সবজি বীজ বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

আজ (২৫সেপ্টেম্বর) শুক্রবার সকালে খাগড়াছড়ি শহরের মিল্লাত চত্বরে জেলা কৃষকদলের ১২টি ইউনিটের নেতৃবৃন্দের হাতে এ মৌসুমীর বীজ তুলে দেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু। এ সময় অন্যান্যের মধ্যে জেলা কৃষকদলের সভাপতি পারদর্শী বড়ুয়া সাধারণ সম্পাদক নীল পদ চাকমা,সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হান্নান সরকার, জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক রহমত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক সম্পাদক গিয়াস উদ্দিন ও প্রচার সম্পাদক রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।


Categories