“খাগড়াছড়িতে ওলামা ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত”  

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০
নুরুল কবির আরমান, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে ওলামা ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত। 

খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা  ঐক্য পরিষদের কর্মপন্থা নির্ধারণ উপলক্ষে এক সভা আজ (৩০ সেপ্টেম্বর) বুধবার সকাল ১১টায় মাটিরাঙ্গা দারুল উলুম মাদ্রাসা অনুষ্ঠিত হয়।
ওলামা ঐক্য পরিষদ পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনির সভাপতিত্বে  ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন পরিষদের উপদেষ্টা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী হারুনুর রশিদ, পরিষদের সেক্রেটারি মুফতি রবিউল ইসলাম শামীম, সহ-সভাপতি মাওলানা আখতারুজ্জামান ফারুকী, যুগ্ন সম্পাদক মাওলানা শহিদুল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ ওমর ফারুক প্রমুখ।
বৈঠকে আল্লামা আহমদ শফীর ইন্তেকালে শোক প্রস্তাব গৃহীত হয়।
শোক প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে বক্তাগণ বলেন, আল্লামা আহমদ শফীর ইন্তেকালে জাতি একজন প্রজ্ঞাবান অভিভাবক কে হারালো। যা সহজে পূরণ হওয়ার নয়। দেশ,ইসলাম,জাতিও দ্বীনি শিক্ষার ব্যাপক ব্যাপক প্রচার প্রসারে তাঁর অবদান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।

Categories